চীনে ‘সন্ত্রাসবিরোধী আইনী ব্যবস্থা ও চর্চা’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
2024-01-23 16:24:03

জানুয়ারি ২৩: আজ (মঙ্গলবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়, ‘সন্ত্রাসবিরোধী আইনী ব্যবস্থা ও চর্চা’ শীর্ষক এক শ্বেতপত্র প্রকাশ করে।

শ্বেতপত্রের ৫টি অধ্যায় হচ্ছে: সন্ত্রাসবিরোধী আইনী ব্যবস্থার উন্নয়ন; সন্ত্রাসী কর্মকান্ডের সুস্পষ্ট সনাক্তকরণ ও মানসম্মত শাস্তি; সন্ত্রাসবিরোধী কাজে ক্ষমতা প্রয়োগ নিয়ন্ত্রণ; সন্ত্রাসবিরোধী কাজে আইন অনুযায়ী মানবাধিকার রক্ষা করা; এবং জনগণের নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ।

শ্বেতপত্রে বলা হয়, সন্ত্রাসবাদ মানবসমাজের অভিন্ন শত্রু  এবং সকল দেশ ও মানবজাতির জন্য চ্যালেঞ্জ, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সন্ত্রাসদমন আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। চীন বহুকাল ধরেই সন্ত্রাসবাদের শিকার। তাই, চীন সবসময় সন্ত্রাসবিরোধী আইনী ব্যবস্থার ওপর গুরুত্ব দেয়। চীন নিজের ফৌজদারি আইন সংশোধন ও উন্নতও করেছে এবং সন্ত্রাসবিরোধী আইনী শাসনের অভিজ্ঞতা সঞ্চয় করেছে।

শ্বেতপত্রে আরও বলা হয়, জাতিসংঘের নিয়ম মেনে চললে এবং নিজ দেশের অবস্থা ও আইনের মধ্যে সঙ্গতি থাকলে এক্ষেত্রে সাফল্য আসতে পারে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণার আলোকে, বৈশ্বিক সন্ত্রাসদমন কাজে অংশ নিতে এবং সাম্য ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহযোগিতা ও বিনিময় করতে ইচ্ছুক। (শিশির/আলিম/লিলি)