চীনের উন্নয়ন দমনে মার্কিন ইচ্ছা স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে: মুখপাত্র
2024-01-22 18:06:02

জানুয়ারি ২২: চীনের উন্নয়ন দমনে মার্কিন ইচ্ছা দিন থেকে দিন ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিংয়ে রয়টার্সের সাংবাদিক বলেন, সম্প্রতি মার্কিন কংগ্রেসের দুটি কমিটি ‘নিরাপত্তা হুমকি ও ঝুঁকির’ অজুহাতে, সুইজারল্যান্ডের বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিকে চিঠি দিয়েছে। এতে কোম্পানির কাছে মার্কিন সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা চালানোর আহ্বান জানানোর পাশাপাশি, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগগুলোর সাথে তাদের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়।

এ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, কোনো কোনো মার্কিন রাজনীতিবিদের তথাকঠিত ‘চীনা হুমকির’ বুদ্বুদ ক্রমশ বড় হচ্ছে। জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনের উন্নয়নকে বাধা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, তাদের কাছে চীনে যাকিছু অর্জিত হচ্ছে, তা সবই হুমকিস্বরূপ, যাকে দমন করতে হবে। শুধুমাত্র চীনের রপ্তানিকৃত শার্ট ও মোজাগুলো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। বস্তুত, আমেরিকান রাজনীতিবিদরা যা করছেন, তা সম্পূর্ণ নগ্ন বুলিং ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক সমাজের উচিত এ ধরনের আচরণের বিরুদ্ধে দাঁড়ানো। (লিলি/আলিম)