কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া করবে ন্যাটো
2024-01-22 16:04:28

জানুয়ারি ২২: ইউরোপের কয়েকটি জায়গাজুড়ে ‘কট্টর রক্ষক, ২০২৪’ শীর্ষক সামরিক মহড়া আয়োজন করবে ন্যাটো। এতে ন্যাটোর ৩১টি দেশের ৯০ সহস্রাধিক সৈন্য অংশগ্রহণ করবে। এটি হবে বিগত কয়েক দশকের মধ্যে জোটের বৃহত্তম সামরিক মহড়া। গত ১৮ জানুয়ারি ন্যাটো-বাহিনীর ইউরোপের কমান্ডার-ইন-চিফ ক্রিস্টোফার ক্যাভালি এ তথ্য জানান।

এদিকে, স্থানীয় সময় গতকাল (রোববার), রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো বলেন, উক্ত মহড়া আসলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হাইব্রিড যুদ্ধের একটি অংশ এবং ন্যাটোর স্নায়ুযুদ্ধের আমলে ফিরে যাওয়ার ইঙ্গিতবহ। (শিশির/আলিম/লিলি)