বিদেশিদের চীনে আগমনে সুবিধার জন্য নতুন ব্যবস্থা কার্যকর
2024-01-22 13:55:07

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি থেকে জাতীয় অভিবাসন প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিদেশিদের চীনে আসার ব্যাপারে ৫টি সুবিধা-ব্যবস্থা কার্যকর করেছে। এই ব্যবস্থা চীনে বিদেশিদের ব্যবসা, লেখাপড়া ও ভ্রমণ-সংশ্লিষ্ট বিধি-নিষেধ দূর করবে এবং আরও উচ্চমানের উন্মুক্তকরণ নিশ্চিত করার মধ্য দিয়ে উচ্চমানের উন্নয়ন বেগবান করবে।

পাঁচটি নতুন ব্যবস্থার মধ্যে রয়েছে চীনে আসা বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসার আবেদনের শর্ত শিথিল করা। চীনে ব্যবসা সহযোগিতা, সফর বিনিময়, বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠা, আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, ব্যক্তিগত কাজ ইত্যাদি অ-কূটনৈতিক বা আনুষ্ঠানিক কার্যকলাপে নিজ দেশে ভিসা পেতে দেরি হওয়া বিদেশিরা আমন্ত্রণপত্র ও সংশ্লিষ্ট প্রমাণাদি নিয়ে বিমানবন্দরে ভিসা অফিসে অন-অ্যারাইভাল ভিসার জন্য আবেদন করতে পারবেন এ নতুন ব্যবস্থার আওতায়।

এছাড়া এই ব্যবস্থার আওতায় বিদেশিরা চীনের প্রধান নয়টি বিমানবন্দরে কোনও পরীক্ষা ছাড়াই ২৪ ঘন্টার জন্য সরাসরি ট্রানজিট নিতে পারবেন। বিমানবন্দরগুলো হলো বেইজিংয়ের ক্যাপিটাল ও তাসিং, শাংহাইয়ের পুতোং, হাংচৌর শিয়াওশান, সিয়ামেনের কাওছি, কুয়াংচৌর বাইইয়ুন, শেনজেনের পাওআন, ছেংদুর থিয়ানফু এবং সি’আনের সিয়ানইয়াং বিমানবন্দর। একই সঙ্গে আন্তর্জাতিক সংযোগ টিকিট দিয়ে উল্লিখিত যে কোনও একটি বিমানবন্দরের মাধ্যমে তৃতীয় দেশ বা অঞ্চলে যাতায়াতকারী পর্যটকরা পরীক্ষা প্রক্রিয়া ছাড়া ২৪ ঘন্টার মধ্যে সরাসরি ভিসামুক্ত ট্রানজিট নিতে পারবেন।

পাশাপাশি চীনে বিদেশিরা ভিসা এক্সটেনশন ও নবায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যবসা সহযোগিতা, সফর বিনিময়, শিল্প প্রতিষ্ঠা, আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, পর্যটন ও ব্যক্তিগত কাজ ইত্যাদি অ-কূটনৈতিক বা আনুষ্ঠানিক কার্যকলাপে চীনে স্বল্পমেয়াদী সফরে আসা বিদেশিরা যুক্তিসংগত কারণে চীনে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য ভিসা এক্সটেনশন ও নবায়নের জন্য জননিরাপত্তা বিভাগের প্রবেশ ও প্রস্থান প্রশাসনের নিকটবর্তী কার্যালয়ে আবেদন করতে পারবেন।

চীনে বিদেশিদের একাধিক প্রবেশ ও প্রস্থান প্রয়োজন হলে পুনরায় প্রবেশের জন্য ভিসার আবেদন করতে পারবেন। যুক্তিসংগত কারণে একাধিক প্রবেশ ও প্রস্থান প্রয়োজন হলে তারা আমন্ত্রণ দলিলের মতো সংশ্লিষ্ট প্রমাণ দিয়ে জননিরাপত্তা বিভাগের প্রবেশ ও প্রস্থান প্রশাসনের নিকটবর্তী কার্যালয়ে মাল্টিপল এন্ট্রির ভিসা নবায়নের জন্য আবেদন করতে পারবেন।

নতুন ব্যবস্থার আওতায়, চীনে বিদেশিদের জন্য ভিসা আবেদনও সহজতর করা হয়েছে। বিদেশিরা ভিসার আবেদন করার সময় তথ্য ভাগাভাগির মাধ্যমে নিজের বাসস্থানের নিবন্ধন রেকর্ড ও ব্যবসায়িক লাইসেন্সসহ বিভিন্ন তথ্য চেক করার সুযোগ দিলে, প্রাসঙ্গিক কাগজপত্রের পরীক্ষা-নিরীক্ষা থেকে অব্যাহতি পেতে পারেন। স্বল্পমেয়াদী পারিবারিক পুনর্মিলনের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে ভিসাপ্রার্থীরা আমন্ত্রণকারীর আত্মীয়তার বিবৃতির বদলে আত্মীয়তার প্রশংসাপত্র দিতে পারবেন।

জাতীয় অভিবাসন প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, চীনের ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন, অর্থনীতির পুনরুদ্ধার ও পুনরুত্থান এবং সম্প্রসারিত উন্মুক্তকরণের প্রেক্ষাপটে অনেক দেশি-বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি অভিবাসন প্রশাসনের পরিষেবা বাড়ানোর পরামর্শ দিয়েছে। তিনি জানান, জাতীয় অভিবাসন প্রশাসন সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলাপ-আলোচনা করে চীনে বিদেশিদের ব্যবসা, লেখাপড়া ও পর্যটন-সংশ্লিস্ট সমস্যা সমাধানে পরিষেবা সংস্কার ও নীতি-ব্যবস্থার সৃজনশীলতা গভীরতর করবে, প্রাতিষ্ঠানিক উন্মুক্তকরণ শক্তিশালী করবে এবং নতুন উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠা বাড়াতে ও পরিষেবা দিতে থাকবে। (প্রেমা/রহমান)