বন্দী মুক্তির বিনিময়ে সংঘর্ষের অবসান প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু
2024-01-22 13:51:34

জানুয়ারি ২২: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল (রোববার) সন্ধ্যায় এক ভিডিও বিবৃতিতে বলেন, তিনি হামাসের বন্দীদের মুক্তি দেওয়ার শর্ত হিসেবে চলতি দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ শেষ করার আহ্বান ‘সম্পূর্ণ প্রত্যাখ্যান’ করেছেন।

 

তিনি বলেন, ইসরায়েল এ অনুরোধে রাজি হলে, দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। ইসরায়েল গাজায় আটক সব বন্দীদের মুক্ত করার চেষ্টা করছে; সামরিক চাপ লক্ষ্য বাস্তবায়নের প্রয়োজনীয় অস্ত্র।

 

তিনি আরো বলেন, গাজাকে বে-সামরিক অঞ্চলে পরিণত করা হবে এবং ইসরায়েলের ‘সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণে’ রাখতে হবে। ‘জর্ডান নদীর পশ্চিমাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে’ তিনি আপোষ করবেন না।

(প্রেমা/তৌহিদ/ছাই)