ইউননানের চাওথুংয়ে পাহাড়ধস: নিখোঁজ ৪৭
2024-01-22 15:40:15

জানুয়ারি ২২: আজ (সোমবার) সকাল ৬টায়, চীনের ইউননান প্রদেশের চাওথুং শহরের লিয়াং সুই গ্রামে পাহাড়ধসে, ১৮টি বাড়িঘর ধ্বংস হয় এবং ৪৭ ব্যক্তি নিখোঁজ হন।

দুর্ঘটনার পরপরই, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, উদ্ধারকাজ চালাতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি যত দ্রুত সম্ভব নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করতে নির্দেশ দেন।

সি চিন পিং বলেন, তত্ত্বাবধান ও পূর্বাভাসব্যবস্থা জোরদার করতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাতে হবে। তিনি নিহতদের পরিবারবর্গকে আন্তরিক সান্ত্বনা দিতে এবং দুর্যোগকবলিত এলাকার লোকজনের পুনর্বাসনের ব্যবস্থা করতেও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন, বসন্ত উত্সব আসছে। এ সময় শৈত্যপ্রবাহের কারণে প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন দুর্ঘটনা, ও উত্পাদন-দুর্ঘটনা বেড়ে যাওয়া স্বাভাবিক। সংশ্লিষ্ট বিভাগগুলোর উচিত এদিকে কড়া নজর রাখা ও নিজেদের দ্বায়িত্ব পালনের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো। (শিশির/আলিম/লিলি)