মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন রন ডিসান্টিস
2024-01-22 11:20:33

জানুয়ারি ২২: যুক্তরাষ্ট্র সময় ২১ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করার ঘোষণা করেছেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের গভর্নর রন ডিসান্টিস। পাশাপাশি, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমর্থন করবেন তিনি।

এদিন সোশ্যাল মিডিয়া ডিসান্টিস বলেন, এখন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবার সঠিক পথ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা ‘ট্রাম্পকে আরেকটি সুযোগ দিতে আগ্রহী।’

 

উল্লেখ্য, ১৫ জানুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির প্রথম ভোটাভুটিতে ডিসান্টিসের সমর্থক ছিল প্রায় ২১ শতাংশ, যা ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৩০ শতাংশ কম।

২১ জানুয়ারি সিএনএনের প্রকাশিত জরিপ থেকে জানা যায়, ২৩ জানুয়ারি নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির দ্বিতীয় ভোটে ট্রাম্পের প্রতি সমর্থন ছিল ৫০ শতাংশ এবং ডিসান্টিসের প্রতি সমর্থনের পরিমাণ মাত্র ৬ শতাংশ বলে অনুমান করা হচ্ছে।

 

প্রাথমিক ভোটদান মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়। মার্কিন ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ পর্যায়ে নিজ পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন ঠিক করবে। আগামী  ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।(সুবর্ণা/তৌহিদ/লাবণ্য)