কঙ্গো-কিনশাসার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত চীনা বিশেষ দূত
2024-01-22 10:57:13

জানুয়ারি ২২: কঙ্গো-কিনশাসার প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডির আমন্ত্রণে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত শেন ইউয়ে ইউয়ে গত শনিবার রাজধানী কিনশাসায় তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন এবং তার সঙ্গে বৈঠক করেন।

শেন ইউয়ে ইউয়ে শিসেকেডিকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, কঙ্গো-কিনশাসার সম্পর্কের ওপর বেশ গুরুত্ব দেয় চীন। চীন কঙ্গো-কিনশাসার সঙ্গে দুই দেশের শীর্ষনেতাদের মতৈক্য বাস্তবায়ন করতে, একে অপরের মূল স্বার্থে সমর্থন জানাতে, কল্যাণমূলক সহযোগিতা গভীরতর করতে, এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ ও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের কাঠামোতে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতে চায়, একসঙ্গে আরও শক্তিশালী ও প্রাণবন্ত চীন-কঙ্গো-কিনশাসা সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

শিসেকেডি প্রেসিডেন্ট সিকে বিশেষ দূত পাঠানোর জন্য ধন্যবাদ জানান। তিনি কঙ্গো-কিনশাসা ও চীনের ‘সম্পদ দিয়ে প্রকল্প বিনিময়ের’ ধারাবাহিক সহযোগিতার অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, কঙ্গো-কিনশাসা চীনের সঙ্গে বন্ধুত্বকে অনেক গুরুত্ব দেয়, এক-চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন জানায়। কঙ্গো-কিনশাসা চীনের সঙ্গে খনি ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা গভীর করতে চায়।

(তুহিনা/তৌহিদ/রুবি)