‘চীনে ভোগ বেড়েছে এবং বরফ ও তুষার পর্যটন আরও চাঙ্গা হয়েছে’
2024-01-22 18:01:25

জানুয়ারি ২২: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, সাম্প্রতিক কালে চীনে ভোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বরফ ও তুষার পর্যটন আরও চাঙ্গা হয়েছে।

তিনি বলেন, দাভোসের অর্থনৈথিক ফোরামে সুইজারল্যান্ডের জাতীয় পর্যটন ব্যুরোর দায়িত্বশীল কর্মকর্তাদের মন্তব্য উল্লেখযোগ্য। চীনের কাছ থেকে বরফ ও তুষার অর্থনীতির কৌশল শিখে, আরও বেশি চীনা পর্যটক আকৃষ্ট করার ব্যাপারে তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন। 

মুখপাত্র বলেন, চীনের পর্যটন গবেষণাকেন্দ্রের রিপোর্ট অনুসারে, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর দ্বিতীয় বরফ ও তুষার সিজন হিসেবে, ২০২৩ ও ২০২৪ সালে বরফ ও তুষার উপভোগকারী পর্যটকের সংখ্যা প্রথমবারের মতো ৪০ কোটি ছাড়িয়ে যাবে এবং এ খাতে আয় হবে ৫৫০ বিলিয়ন ইউয়ান। এর ইতিবাচক প্রভাব বৈশ্বিক পর্যটনবাজারেও পড়ছে ও পড়বে।

মুখপাত্র আরও বলেন, ২০২৪ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, চীনের বিশাল বাজার এখন দ্রুত বিকাশের সময়পর্বে রয়েছে। তাই চীন নিঃসন্দেহে বিশ্বের মোট চাহিদা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। (লিলি/আলিম)