রোববারের আলাপন-বসন্ত উৎসবের রীতিনীতি
2024-01-21 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা ভাল আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আকাশ এবং ....।


ভাই, আপনি জানেন? এখন ইতোমধ্যে বসন্ত উত্সবের জন্য কিছু কিছু মানুষ কেনাকাটা শুরু করেছেন। 

তৌহিদ: ইতোমধ্যেই শুরু হয়েছে?

আকাশ: হ্যাঁ। আগে বসন্ত উত্সব উপলক্ষ্যে পরিবারের সদস্যদের জন্য অনেক আগে থেকেই কেনাকাটা শুরু করতে হতো। এ ছাড়া আগে বসন্ত উত্সবের সময় কয়েকদিন দোকানও বন্ধ থাকতো। 

তৌহিদ: বাংলাদেশের ঈদের মত, তাইনা?

আকাশ: হ্যাঁ।আপনি ঠিক বলেছেন। এজন্য অনেক আগেই অনেক জিনিস, যেমন মাছ, মাংস, সবজিসহ প্রয়োজনীয় সব জিনিস কিনে রাখতে হতো। এখন আমার মনে আছে, আমার আত্মীয়স্বজনরা ভাজা মাছ খেতে অনেক পছন্দ করেন। এজন্য বসন্ত উত্সবের আগে আমার মা দাদার বাড়িতে গিয়ে অনেক মাছ ভাজি করতেন। অনেক কষ্টকর। 

তৌহিদ: মাছে ভাতে বাঙালি, ভাইয়া, চীনারাও মাছ খেতে অনেক পছন্দ করেন?

আকাশ: হ্যাঁ, ঠিক বলেছেন। বিশেষ করে আমার পরিবার, আমার বাবা একবারে অনেক ভাজা মাছ খেতে পারেন। এখন আসলে সবসময় সুপারমার্কেট খোলা থাকে, বসন্ত উত্সবেও খোলা থাকে। আসলে বাংলাদেশেও এখন একই অবস্থা, তাইনা? আমি দেখেছি ঈদের সময় উত্তরায় আগুরা, স্বপ্ন, ফ্যামিলি নিডসসহ সব সুপার মার্কেট খোলা থাকে, তাইনা? 

তৌহিদ: হ্যাঁ। ভাই, আপনি ঠিকই বলেছেন।

আকাশ: এ ছাড়া এখন বসন্ত উত্সবের সময় এত বেশি খাবারও তৈরি করে না সবাই। এজন্য এখন বসন্ত উত্সবে এত বেশি কেনাকাটার দরকার পড়ে না। বন্ধুরা, আমার ছোটবেলার স্মৃতিতে, বসন্ত উত্সবে সবাই মিলে সুন্দর খাবার খান, গল্প করত। এই মুহূর্তটির জন্য আমরা, বিশেষ করে ছোট বাচ্চারা, অনেক সময় ধরে অপেক্ষা করতে থাকি। ভাই, আপনার মতামতে, চীনে বসন্ত উতসব বাংলাদেশের কোন উতসবের সাথে মিল রয়েছে? আপনার কিছু মজার স্মৃতি আমাদের ভাইবোনদের সাথে শেয়ার করবেন কি?

তৌহিদ: ...

আকাশ: ভাইবোনেরা, আমাদের অনুষ্ঠানে, আবারও আপনাদেরকে এবং আপনাদের পরিবার সদস্যদেরকে স্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সুখী জীবন কামনা করি। 

তৌহিদ:....

সংগীত

আকাশ: 

বন্ধুরা, সম্প্রতি শিয়ামেন ম্যারাথন ২০২৪ আয়োজন করা হয়। এতে ইথিওপিয়ার দৌড়বিদরা পুরুষ ও নারী গ্রুপ শিরোপা জয় করেন। আর চীনা পুরুষ দৌড়বিদ তোং কুও চিয়ান শিয়ামেন ম্যারাথনে দেশের অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে কম সময়ে নতুন রেকর্ড গড়েন। 


নারীদের গ্রুপে চীনা দৌড়বিদ চাং তে সুন তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতা শেষে তিনি বলেন, এ ফলাফল তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। এখন তিনি প্যারিস অলিম্পিকের জন্য প্রস্তুতি নেবেন। 


উল্লেখ্য, চলতি বছরের শিয়ামেন ম্যারাথনে মোট ৩০ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন, যা একটি নতুন রেকর্ড।


ভাই, চীনারা আসলে ম্যারাথন বা দৌড় অনেক পছন্দ করেন। এ বিষয়ে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন কি?

তৌহিদ:...

চীনে বহিরঙ্গন ক্রীড়ার বিষয়ে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।

তৌহিদ:...

(আকাশ/তৌহিদ)