চীন-ব্রাজিল কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরকে সুযোগ হিসেবে দেখছে চীন: ওয়াং ই
2024-01-21 14:44:59

জানুয়ারি ২১, সিএমজি বাংলা ডেস্ক: ‘চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে দেখছে চীন। যার হাত ধরে দুই রাষ্ট্রপ্রধানের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন, উচ্চ-পর্যায়ের আদান-প্রদান জোরদার, কৌশলগত যোগাযোগ এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে চীন ও  ব্রাজিলের দ্বিপক্ষীয় কৌশলগত অংশীদারিত্বের বিষয়ে কথা বলেন উভয় পক্ষ।

ওয়াং জানান, এক-চীন নীতির প্রতি সমর্থনের জন্য প্রেসিডেন্ট সি চিন পিং ব্রাজিলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর ভূমিকা পালন করতে ব্রাজিলকে দৃঢ়ভাবে সমর্থন করছে চীন।

বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের উচিত সক্রিয়ভাবে চীন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর সম্প্রদায় সিইএলএসি’র সঙ্গে চীন ও দক্ষিণ সাধারণ বাজারের সর্বাত্মক সহযোগিতা অন্বেষণ করা।

সফরকালে, ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরাল্ডো আলকমিন এবং প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গেও সাক্ষাৎ করেন ওয়াং। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার সঙ্গে চতুর্থ চীন-ব্রাজিল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কৌশলগত সংলাপে যৌথ সভাপতিত্ব করেন তিনি।

-ফয়সল/হাশিম

 

তথ্য ও ছবি: সিনহুয়া।