ইরানের সাথে সম্পর্ক পুনরুদ্ধার দু’দেশের স্বার্থেই প্রয়োজন: পাক প্রধানমন্ত্রী
2024-01-20 16:09:58

জানুয়ারি ২০: যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, পাকিস্তান ও ইরানের সম্পর্ক পুনরুদ্ধার করা, দু’দেশের স্বার্থেই প্রয়োজন। পাক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার হক কাকার গতকাল (শুক্রবার) মন্ত্রিসভায় এ কথা বলেন।

কাকার বলেন, পাকিস্তান শান্তি ভালোবাসে, আইনকে সম্মান করে, এবং সকল দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চায়। দু’দেশের সম্পর্কের ইতিহাস সুদীর্ঘকালের। এ প্রেক্ষাপটে দু’দেশের সম্পর্ক ১৬ জানুয়ারির আগের পর্যায়ে ফিরিয়ে আনা জরুরি।

একই দিনে পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের মধ্যে ফোনালাপ হয় এবং তাঁরা উত্তেজনা প্রশমনে একমত হন।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি পাকিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর দুটি সামরিক ঘাঁটির ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর কথা স্বীকার করে ইরান। পরের দিন উক্ত হামলায় দুটি শিশু ও একজন নারী আহত হয় বলে অভিযোগ করে পাকিস্তান এবং ১৮ জানুয়ারি ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানায় হামলা চালায়। সেই থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। (শিশির/আলিম/লিলি)