গাজায় ঘন্টায় গড়ে দু’জন মা মারা গেছেন: জাতিসংঘ প্রতিবেদন
2024-01-20 16:19:17

জানুয়ারি ২০: জাতিসংঘ নারী সংস্থা’র উদ্যোগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় সর্বশেষ সংঘাতে  এ পর্যন্ত প্রতি ঘন্টায় গড়ে দুই জন মা মারা গেছেন।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও ইসরায়েলের নতুন দফার সংঘাত শুরু হওয়ার পর থেকে বিগত ১০০ দিনেরও বেশি সময়ে, গাজায় ২৪ হাজার ৬২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের ৭০ শতাংশ মহিলা ও শিশু।

জাতিসংঘ নারী সংস্থা আরও জানায়, গাজার সংঘাতে অন্তত ৩,০০০ নারী তাদের স্বামী হারিয়েছেন ও পারিবারিক দায়িত্বের বোঝা নিতে বাধ্য হয়েছেন। তা ছাড়া, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার শিশু তাদের পিতাকে হারিয়েছে।

(লিলি/আলিম)