যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের আঘাত
2024-01-20 18:34:52

জানুয়ারি ২০: শীতকালীন ঝড় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও মধ্য আটলান্টিক অঞ্চলে নতুন করে আঘাত হেনেছে; দক্ষিণ যুক্তরাষ্ট্র একটি শৈত্যপ্রবাহের মুখোমুখি; ১০ কোটির বেশি মার্কিনি শীতকালীন আবহাওয়া সতর্কতার আওতায় বাস করছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার) এবিসি’র সূত্র থেকে এ সব তথ্য জানা গেছে।

পেনসিলভানিয়া রাজ্যের ফিলাডেলফিয়ায় তুষারপাতের কারণে ইতোমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং শহরের স্কুলগুলোও বন্ধ রয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয় এবং প্রায় ৫৭০০টি ফ্লাইট বিলম্বিত হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত, দেশটির ওরেগন রাজ্যের প্রায় এক লাখ পরিবার বিদ্যুতহীন ছিল। (লিলি/আলিম)