সিএমজি-কে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যানের একান্ত সাক্ষাত্কার
2024-01-20 18:01:57

জানুয়ারি ২০: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৪ সালের বার্ষিক সভার প্রেক্ষাপটে, সুইজারল্যান্ডের জেনিভায় ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শোয়াব সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে একটি সাক্ষাত্কার দেন।

সাক্ষাত্কারে চলতি বছরের ফোরামের মূল প্রতিপাদ্য ‘আস্থা পুনরুদ্ধার’ সম্পর্কে তিনি বলেন, কোভিড-১৯ মহামারীর আগের সময়ের তুলনায়, বর্তমান বিশ্বের পরিস্থিতি আমূল বদলে গেছে। বিশ্ব ভয়ংকর এক বিছিন্নতার মুখোমুখি। এই পরিস্থিতিতে বিভিন্ন পক্ষ ও দেশের মধ্যে পারস্পরিক আস্থাও ক্রমে অদৃশ্য হয়ে যাচ্ছে। তাই, চলতি বছরের বার্ষিক সভার লক্ষ্য নির্ধারণের পাশাপাশি, নতুন এক গঠনমূলক চেতনা গড়ে তোলার প্রত্যাশা নিয়ে সামনে এগুনোর চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে হারানো পারস্পরিক আস্থা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সারা বিশ্ব একই সাথে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন। এক মেরুর বিশ্ব এখন বহুমেরুর দিকে ধাবিত হচ্ছে। তা ছাড়া, বিজ্ঞান ও প্রযুক্তি কোম্পানিগুলো বৈশ্বিক বিষয়াদিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মানবজাতি প্রাকৃতিক পরিবেশে পরিবর্তনের চ্যালেঞ্জেরও সম্মুখীন। এ প্রেক্ষাপটে, চীন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে, দায়িত্বশীল বড় রাষ্ট্র হিসেবে নিজেকে উপস্থাপন করেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন একাধিক বৈশ্বিক প্রস্তাব এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গঠনের প্রস্তাব বা চিন্তাধারা উত্থাপন করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব প্রস্তাব বা চিন্তাধারা বাস্তবায়ন করা জরুরি।

সাক্ষাত্কারে তিনি  ২০১৭ সালে ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণের সময় প্রেসিডেন্ট সি’র ভাষণের উল্লেখ করে বলেন, তার ভাষণে মূল্যবান দায়িত্ববোধ ফুটে ওঠে। চীন বিশ্বের বিভিন্ন দেশের সাথে আস্থার ভিত্তিতে, মতৈক্য সৃষ্টি করে, বিশ্ব প্রশাসনব্যবস্থা পূর্ণাঙ্গ করে তুলবে এবং আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/আলিম)