উজবেকিস্তানের প্রেসিডেন্টের চীন সফর সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য
2024-01-19 19:24:01

জানুয়ারি ১৯: আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেছেন। সংবাদদাতাদের প্রশ্নের জবাবে মুখপাত্র মাও বলেন, উজবেকিস্তানের প্রেসিডেন্ট আগামী ২৩ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চীন সফর করবেন।

তিনি বলেন, চীন ও উজবেকিস্তানের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিগত ৩২ বছরে দু’পক্ষ সবসময় পারস্পরিক সম্মান এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে দু’দেশের সম্পর্ক উন্নত করেছে। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। যা শক্তিশালীভাবে দু’দেশের উন্নয়ন এগিয়ে নিয়েছে। এটি মধ্য এশিয়া এবং গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক শক্তি যুগিয়েছে।

 

২০২৪ সালের শুরুতে উজবেকিস্তানের প্রেসিডেন্টের চীন সফর শুরু হচ্ছে। এর মাধ্যমে চীন ও উজবেকিস্তানের সম্পর্কের উচ্চ পর্যায়ের মান এবং দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গভীর মৈত্রী ফুটে উঠেছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)