মার্কিন সাবেক অর্থমন্ত্রীর সাথে বৈঠক করলেন হ্য লি ফেং
2024-01-19 18:50:09

জানুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং জাতীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী হ্য লি ফেং বৃহস্পতিবার বেইজিংয়ে সফররত মার্কিন সাবেক অর্থমন্ত্রী এবং ট্রে ওয়ারবার্গ পিঙ্কাসের চেয়ারম্যান গেইথনারের সাথে সাক্ষাত করেছেন।  উভয় পক্ষ চীন-মার্কিন সম্পর্ক, চীনের অর্থনীতি, পুঁজিবাজার এবং অন্যান্য বিষয়ে মতবিনিময় করেছেন।

হ্য লি ফিং বলেন, চীনের অর্থনীতি পুনরুদ্ধারের একটি ভাল গতি বজায় রয়েছে, উচ্চ-মানের উন্নয়ন দৃঢ়ভাবে অগ্রসর হচ্ছে এবং এর সম্ভাবনাও খুব উজ্জ্বল। চীন বহির্বিশ্বে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারিত করতে থাকবে, বাজার-ভিত্তিক, আইনি ও আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশের উন্নত করবে এবং চীনের পুঁজিবাজার নির্মাণে অংশ নিতে ও উন্নয়নের সুযোগ ভাগ করে নেওয়ার জন্য ওয়ারবার্গ পিনকাসকে স্বাগত জানায় চীন।

গেইথনার বলেন যে, ওয়ারবার্গ পিঙ্কাস ৩০ বছর ধরে চীনে রয়েছে এবং এটি চীনে আসা প্রথম বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা বিনিয়োগ কোম্পানির অন্যতম। ওয়ারবার্গ পিঙ্কাস চীনের বাজারে কার্যক্রম বজায় রাখবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)