পাকিস্তানি হামলায় কড়া প্রতিবাদ ইরানের
2024-01-19 14:40:10

জানুয়ারি ১৯: ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তানের একটি গ্রামের ওপর হামলার প্রতিবাদে দেশটিতে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের তাসনিম সংবাদ সংস্থা জানান, গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ওই হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়।

জানা গেছে, ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পাকিস্তান সীমান্তবর্তী একটি গ্রামে ওইদিন ক্ষেপণাস্ত্র হামলা হয়, যাতে ৯ জন বিদেশি নিহত হয়। নিহতদের মধ্যে ৪টি শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ।

বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসীদের’ আস্তানায় অভিযান চালায় ইসলামাবাদ।

‘সন্ত্রাসীরা পাকিস্তানে ভয়াবহ হামলা চালাতে যাচ্ছে’ এমন খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। (সুবর্ণা/রহমান/মুক্তা)