বৃহৎ ট্রান্সআটলান্টিক মহড়া চালাবে ন্যাটো
2024-01-19 14:15:25

জানুয়ারি ১৯: ন্যাটো আগামী সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত ‘রেজেলিউট ডিফেন্ডার ২০২৪’ নামের এক সামরিক মহড়া পরিচালনা করবে, যেটি হবে ‘দশকের মধ্যে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া’।

গতকাল (বৃহস্পতিবার) ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনের শেষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ইউরোপে ন্যাটোর সর্বোচ্চ মিত্র কমান্ডার ক্রিস্টোফার ক্যাভোলি।

ক্যাভোলি জানান, এই মহড়ায় ন্যাটোর ৩১টি সদস্য এবং অংশীদার দেশ সুইডেনের প্রায় ৯০ হাজার সেনা অংশ নেবেন। তিনি জানান, মহড়ায় একটি সমকক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধের অনুকরণ করা হবে এবং ইউরো-আটলান্টিক অঞ্চলকে শক্তিশালী করার ক্ষমতা প্রদর্শিত হবে।

ক্যাভোলি আরও জানান, এই মহড়া ন্যাটোর ঐক্য ও শক্তি এবং একে অপরকে রক্ষার সংকল্প প্রদর্শন করবে।

(তুহিনা/রহমান/মুক্তা)