সিএমজি’র ‘ছুনওয়ান’ পোস্টার ‘তৃতীয় আরব গণমাধ্যম সম্মেলনে’ প্রকাশিত
2024-01-19 16:56:16

জানুয়ারি ১৯: ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ৪৩তম আরব বেতার ফেডারেশন বার্ষিক সম্মেলন অর্থাত্ গণমাধ্যম সম্মেলন তিউনিসিয়ায় আয়োজন করা হয়। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ফেডারেশনটির সদস্য হিসেবে এবারের সম্মেলনে ‘২০২৪ ড্রাগন বর্ষের বসন্ত উত্সবের গালা’ অর্থাত্ ছুনওয়ান’র প্রধান পোস্টার ও গতিশীল পোস্টার প্রকাশ করেছে।

আরব মিডিয়া কনফারেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের প্রদর্শনী অংশে সিএমজি ড্রাগন বর্ষ বসন্ত উত্সব গালার উদ্ভাবনী প্রযুক্তি প্রয়োগের সাথে ‘চিন্তাধারা+শিল্প+প্রযুক্তির’ সমন্বয়ে প্রচার উদ্ভাবনের ধারণা বর্ণনা করেছে। সিএমজি ‘৫জি+৪কে/৮কে+এআই’ কৌশল উন্নয়নের সাফল্য বর্ণনা করেছে।

এদিন সম্মেলনে আরব দেশগুলোর প্রধান গণমাধ্যমগুলোর কয়েক শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করেন। আরব বেতার ফেডারেশনের মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকশন বিভাগ পরিচালক আওয়াদ আয়েদ এ বছরের ছুনওয়ানে চীনের বহুমুখী সংস্কৃতি প্রদর্শন করার আশা প্রকাশ করেন। তিনি আশা করেন, সিএমজির অগ্রণী প্রযুক্তি দর্শক আকর্ষণ করবে। তিনি বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনা জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। (ছাই/তৌহিদ)