২০২৩ সালে চীনের গাড়ি রপ্তানির পরিমাণ বিশ্বের প্রথম: বেইজিং
2024-01-19 18:54:18

জানুয়ারি ১৯: আজ (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে ২০২৩ সালে শিল্প ও তথ্যায়ন উন্নয়নের পরিস্থিতি পরিচয় করিয়ে দেন।

চীনের শিল্প ও তথ্যায়ন উপমন্ত্রী সিন কুও বিন জানান, ২০২৩ সালে চীনের গাড়ি উত্পাদনের পরিমাণ ৩ কোটির বেশি। যা ইতিহাসের নতুন রেকর্ড সৃষ্টি করেছে। পাশাপাশি, রপ্তানির পরিমাণ প্রথমবারের মতো বিশ্বের প্রথম স্থানে উঠে গেছে।

২০২৩ সালে চীনের গাড়ি উত্পাদন ও বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৩.০১৬১ কোটি ও ৩.০০৯৪ কোটি; যা ২০২২ সালের চেয়ে যথাক্রমে ১১.৬ ও ১২ শতাংশ বেশি। উত্পাদন ও বিক্রির পরিমাণ টানা ১৫ বছরে বিশ্বের প্রথম স্থানে ছিল। গাড়ি রপ্তানির পরিমাণ ছিল ৪৯.১ লাখ, যা ২০২২ সালের চেয়ে ৫৭.৯ শতাংশ বেশি।

সিন কুও বিন বলেন, নতুন শক্তির যানবাহন উত্পাদন ও বিক্রির পরিমাণ ছিল ৯৫.৮৭ লাখ ও ৯৪.৯৫ লাখ, যা ২০২২ সালের চেয়ে ৩৫.৮ ও ৩৭.৯ শতাংশ বেশি। নতুন গাড়ি বিক্রির ৩১.৬ শতাংশই ছিল নতুন শক্তির যানবাহন। নতুন শক্তির যানবাহন রপ্তানির পরিমাণ ছিল ১২.০৩ লাখ, যা ২০২২ সালের চেয়ে ৭৭.৬ শতাংশ বেশি।

(ছাই/তৌহিদ)