টোঙ্গায় ৬.৪ মাত্রার ভূমিকম্প
2024-01-19 18:50:52

জানুয়ারি ১৯: শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গার কাছে ৬.৪-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হতাহতের বা সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস ভূমিকম্প তথ্য নেটওয়ার্ক অনুসারে, ভূমিকম্পটি এদিন সকাল ১১টা ১২ মিনিটে ঘটেছে। এর উত্পত্তিস্থল টোঙ্গার নিয়াফু জেলা থেকে ১২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এবং ভূপৃষ্ঠের ২১৮ কিলোমিটার গভীরে তার অবস্থান।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই ভূমিকম্পের জন্য সুনামি সতর্কতা জারি করেনি।

টোঙ্গা প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ার এবং ভূমিকম্প বেল্টে অবস্থিত, যেখানে প্রায়শই ভূমিকম্প হয়ে থাকে।

(ইয়াং/তৌহিদ/ছাই)