‘জাতীয় প্রকৌশলী পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন সি চিন পিং
2024-01-19 18:55:50

জানুয়ারি ১৯: আজ (শুক্রবার) চীনের ‘জাতীয় প্রকৌশলী পুরস্কার’ প্রদান অনুষ্ঠান বেইজিংয়ে আয়োজন করা হয়। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং সিপিসি ও দেশের মেধা ও সম্মানের প্রশংসা কর্ম কমিটির চেয়ারম্যান ছাই ছি সম্মেলনে ভাষণ দিয়েছেন। সিপিসি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও চীনের উপ-প্রধানমন্ত্রী দিং স্যুয়ে সিয়াং সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ নির্দেশনা পৌঁছে দেন। সি চিন পিং পুরস্কার লাভকারী ব্যক্তি ও গ্রুপগুলোকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

ছাই ছি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর ব্যাপক প্রকৌশলী দারুণ সাফল্য অর্জন করেছেন। তিনি আশা করেন, তারা অসামান্য প্রকৌশলী রোল মডেল হিসাবে নতুন যুগে সিপিসি ও জনগণের জন্য আরো বেশি সাফল্য অর্জন করবেন।

ছাই ছি জোর দিয়ে বলেন, ক্ষমতা ও রাজনৈতিক সততা উভয়ের সাথে বিপুল সংখ্যক প্রকৌশলী গড়ে তোলাই দেশ ও জাতির দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা। গভীরভাবে বিজ্ঞান ও শিক্ষার মাধ্যমে দেশকে চাঙ্গা করার কৌশল, মেধার মাধ্যমে দেশকে শক্তিশালী করার কৌশল এবং উদ্ভাবন-চালিত উন্নয়ন কৌশল বাস্তবায়ন করা উচিত। সংস্কার ও উদ্ভাবনের চেতনা নিয়ে নতুন যুগে প্রকৌশলী ও কারিগরি মেধার কাজ ভালোভাবে করতে হবে।

(ছাই/তৌহিদ)