চীনের উপ-প্রধানমন্ত্রীর ক্যামেরুন সফর
2024-01-19 16:00:59

জানুয়ারি ১৯: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য, উপ-প্রধানমন্ত্রী লিউ কুওচৌং গত বুধ ও বৃহস্পতিবার চীন সরকারের একটি প্রতিনিধিদল নিয়ে ক্যামেরুন সফর করেন।

সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট পল বিয়া এবং প্রধানমন্ত্রী ডিওন এনগুতে জোসেফের সঙ্গে আলাদাভাবে সাক্ষাত করেন। দুপক্ষ চীন-ক্যামেরুন সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের বিনিময় ও সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে মতবিনিময় করেন।

লিউ কুওচৌং বলেন, দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫২ বছরে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা ফলপ্রসূ হয়েছে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমাগতভাবে গভীরতর হচ্ছে। তিনি জানান, চীন ক্যামেরুনের সঙ্গে পারস্পরিক রাজনৈতিক আস্থা গভীরতর করতে, উন্নয়ন কৌশলে সংযুক্তি জোরদার করতে, পারস্পরিক কল্যাণ ও উভয়ের জন্য কল্যাণে অবিচল থাকতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বেগবান করতে চায়।

এছাড়া আন্তর্জাতিক বিষয়াদীতে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা শক্তিশালী করা, উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা এবং উচ্চমানের চীন-আফ্রিকা অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় চীন সহায়তা দিতে ইচ্ছুক বলেও জানান লিউ কুওচৌং।

চীনকে ক্যামেরুনের মহান বন্ধু হিসাবে আখ্যায়িত করে প্রেসিডেন্ট বিয়া বলেন, তাঁর দেশ একচীন নীতিতে অবিচল থাকবে।

প্রধানমন্ত্রী এনগুতে বলেন, দুদেশের মৈত্রী সুদীর্ঘকালের এবং দুপক্ষের সহযোগিতামূলক সম্পর্ক ঘনিষ্ঠ। তিনি উল্লেখ করেন, ক্যামেরুন চীনের সঙ্গে রাজনীতি, অর্থ-বাণিজ্য, অবকাঠামো, সংস্কৃতি ও পর্যটন এবং আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার মাধ্যমে দুদেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ আনতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন সাফল্য অর্জন করতে চায়। (প্রেমা/রহমান/শ্যুয়ে)