আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর মো. আবু কাওছার (স্বপন)। তিনি ২০১২ সালে চীনের কুয়াং তুং প্রদেশের রাজধানী কুয়াং চৌ-র সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি থেকে চিকিৎসা বিদ্যায় স্নাতক (MBBS) ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডা: স্বপন বর্তমানে ঢাকার ‘লং লাইফ হসপিটাল লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে তিনি বাংলাদেশে চায়নিজ মেডিকেল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (CMGAB)-এর চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। ২০১৯ সাল থেকে তিনি সাউদার্ন মেডিকেল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ-এর সভাপতি। সেই সঙ্গে তিনি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চায়না অ্যালামনাই (এইবিসিএই’র) যুগ্ম-সম্পাদক। তিনি ‘এক অঞ্চল, এক পথ’ সম্পর্কে লেখালেখি করেছেন। ‘লং লাইফ হসপিটাল’ স্থানীয় রোগীদের কেমন সেবা দিচ্ছে? হাসপাতালটি কোন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বা হচ্ছে কি? জানতে, চলুন কথা বলি তাঁর সঙ্গে।