পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
2024-01-19 16:52:11

জানুয়ারি ১৯: উত্তর কোরিয়া আজ (শুক্রবার) পূর্ব জলরাশিতে পানির নিচে পারমাণবিক অস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামুদ্রিক মহড়ার প্রতিক্রিয়ায় এ জবাব দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন এ তথ্য জানান।

সম্প্রতি দেশ তিনটি জেজু দ্বীপের পার্শ্ববর্তী সাগরে যৌথ সামুদ্রিক মহড়া চালানোর নিন্দা জানান উত্তর কোরিয়ার মুখপাত্র। তিনি বলেন, এবারের যৌথ মহড়ার পর আঞ্চলিক পরিস্থিতি আরো অশান্ত হবে; যা উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার বাহিনী পানির নিচে সামরিক ব্যবস্থা আরও উন্নত করবে এবং সমুদ্র ও পানির নিচে অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর বৈরী সামরিক আচরণ দমন করবে।

(ছাই/তৌহিদ)