বন্ধুত্বপূর্ণ পরামর্শের মাধ্যমে সাগর-সংক্রান্ত মতভেদ দূর করতে চীন ও ফিলিপিন্স একমত: চীনা মুখপাত্র
2024-01-19 19:23:22

জানুয়ারি ১৯: সম্প্রতি চীন ও ফিলিপিন্সের দক্ষিণ চীন সাগর ইস্যু-সংক্রান্ত দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থার অষ্টম সম্মেলন চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সম্মেলনের ফলাফল তুলে ধরেন। তিনি বলেছেন, চীন ও ফিলিপিন্স একমত হয়েছে যে, দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের সাগর-বিষয়ক গুরুত্বপূর্ণ মতৈক্য কাজে লাগিয়ে বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে সংশ্লিষ্ট মতভেদ দূর করা হবে।

 

মুখপাত্র মাও বলেন, দু’পক্ষ মনে করে যে, সামুদ্রিক বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে এগিয়ে নেওয়া দরকার; যাতে যৌথভাবে সামুদ্রিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)