চীনা নববর্ষ উপলক্ষ্যে মাসব্যাপী পণ্যমেলা অনলাইনে শুরু
2024-01-19 14:39:06

জানুয়ারি ১৯: মাসব্যাপী চীনা নববর্ষ পণ্যমেলা গতকাল (বৃহস্পতিবার) থেকে অনলাইনে শুরু হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়া তুং ওইদিন এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মেলা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

মুখপাত্র জানান, এবারের চীনা নববর্ষ পণ্যমেলায় বিভিন্ন এলাকা ও কোম্পানির অনলাইন কেনাকাটা ও পণ্যপ্রচার অন্তর্ভুক্ত থাকবে এবং আসন্ন চীনা ড্রাগন বর্ষের বসন্ত উত্সবের জন্য আরও বেশি বৈশিষ্ট্যময় পণ্য তোলা হবে।

তিনি জানান, এবারের মেলায় ডিজিটাল কেনাকাটার ওপর গুরুত্ব দেওয়া হবে এবং বেইজিংসহ বিভিন্ন এলাকায় বিজ্ঞান-প্রযুক্তি পণ্য বিক্রি করা হবে।

পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে অনলাইনে পণ্য বিক্রির ক্ষেত্রে পরিবেশবান্ধব প্যাকেজিংসহ বিভিন্ন উদ্যোগ নেওয়ার জন্য কোম্পানিগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, চীনের থিয়ানচিন মহানগরে বসন্ত উত্সব উপলক্ষ্যে আসবাবপত্র ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনায় ভর্তুকি দেওয়া হবে। এছাড়া চীনের চেচিয়াং প্রদেশ ও শাআনসি প্রদেশে অবৈষয়িক সাংস্কৃতিক উত্তরাধিকার উত্সবসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। (সুবর্ণা/রহমান/মুক্তা)