চীনে নির্মাণ শিল্পের ব্যাপকতা টানা ১৪ বছর ধরে বিশ্বে প্রথম
2024-01-19 16:49:16

জানুয়ারি ১৯: জটিল ও পরিবর্তনশীল বাইরের পরিবেশ এবং বহু ফ্যাক্টরসহ বিভিন্ন চ্যালেঞ্জের প্রেক্ষাপটে চীনের নির্মাণ শিল্প স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে গোটা চীনে নির্ধারিত আকারের উপরে সংশ্লিষ্ট শিল্পের প্রবৃদ্ধির পরিমাণ গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি হয়েছে, চীনের নির্মাণ শিল্পের ব্যাপকতা টানা ১৪ বছর বিশ্বের প্রথম স্থানে রয়েছে।

আজ (শুক্রবার) চীনের জাতীয় তথ্য কার্যালয় এই তথ্য জানিয়েছে।

শিল্প হচ্ছে একটি বড় রাষ্ট্রের শেকড়, শিল্প খাতের স্থিতিশীলতা দেশের অর্থনীতির স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০২৩ সালে চীনা অর্থনীতি স্থিতিশীল উন্নয়নে ধারাবাহিক নীতি কার্যকর করেছে। এর মধ্যে রয়েছে ১০টি গুরুত্বপূর্ণ শিল্প।

চীনের শিল্প ও তথ্যায়ন বিষয়ক উপমন্ত্রী সিন কুও পিন বলেন, ২০২৪ সালে চীনের শিল্প খাতের উন্নয়নে অভ্যন্তরীণ ও বাইরের পরিবেশ আরও কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে, চীনে সুসম্পূর্ণ শিল্পব্যবস্থা, বিশাল ব্যাপকতার বাজার ও সুসম্পূর্ণ তথ্য সংক্রান্ত কাঠামো নির্মাণসহ বিভিন্ন সুবিধা রয়েছে। শিল্পের সুদীর্ঘকালের ভাল প্রবণতা পরিবর্তন হবে না বলেও জানান তিনি।

(ওয়াং হাইমান/তৌহিদ)