মার্কিন কংগ্রেসে ‘সরকারের শাটডাউন’ এড়াতে স্বল্পমেয়াদী ব্যয় বিল পাস
2024-01-19 18:51:38

জানুয়ারি ১৯: মার্কিন কংগ্রেস বৃহস্পতিবার একটি স্বল্প-মেয়াদী ব্যয় বিল পাস করার জন্য ভোট দিয়েছে। এর মাধ্যমে ফেডারেল সরকারের পরিচালনা তহবিলের মেয়াদ মার্চের শুরু পর্যন্ত বাড়ানো হয়েছে। যাতে সরকারি সংস্থাগুলো বাজেট সংকটে "শাটডাউন" না হয়।

এদিন, সিনেট বিলটির পক্ষে ৭৭ ভোট এবং বিপক্ষে ১৮ ভোটে বিলটি পাস করে। এরপর প্রতিনিধি পরিষদ বিলটির পক্ষে ৩১৪ ভোট এবং বিপক্ষে ১০৮ ভোট দেয়। বিলটি স্বাক্ষরের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পাঠানো হবে।

বার্ষিক বাজেট আইন প্রণয়নে মার্কিন কংগ্রেসে দুই পক্ষের মধ্যে বড় পার্থক্যের কারণে এবং ২০২৪ অর্থবছরে সময়মতো একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার কারণে এই আর্থিক সংকট দেখা দিতে পারে। স্বল্প-মেয়াদী ব্যয় বিলের মাধ্যমে সংকট ঠেকানো হয়েছে। ফেডারেল সরকার আলোচনার জন্য আরও সময় পেয়েছে।

(ইয়াং/তৌহিদ/ছাই)