জিম্বাবুয়েকে মাদক পরীক্ষাগারের সরঞ্জাম দিল চীন
2024-01-19 14:15:55

জানুয়ারি ১৯: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং মাদকঅপরাধ দমনে সহায়তা দেওয়ার জন্য চীন জিম্বাবুয়েকে মাদক পরীক্ষাগারের বিভিন্ন সরঞ্জাম দিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জিম্বাবুয়ের রাজধানী হারারেতে পুলিশ ক্রিমিনাল ইনভেস্টিগেশন সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।

সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে রমান স্পেকট্রোমিটার, ড্রাগ নিষ্কাশন ও নমুনা সংগ্রহের কিট এবং বিস্ফোরক ও বিপজ্জনক পদার্থ সনাক্ত করার সরঞ্জাম।

জিম্বাবুয়েতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চৌ ডিং চীনের পক্ষ থেকে জিম্বাবুয়ের স্বরাষ্ট্র ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মন্ত্রী রেমন্ড কাজেম্বির হাতে এসব সরঞ্জাম তুলে দেন এবং একটি প্রশংসাপত্রে স্বাক্ষর করেন।

চৌ ডিং বলেন, মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জিম্বাবুয়ের উদ্যোগকে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। চীন জিম্বাবুয়েসহ বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক মাদকবিরোধী সহযোগিতা জোরদার করবে এবং একসঙ্গে মাদক বিষয়ক সমস্যা মোকাবিলা করবে বলেও উল্লেখ করেন তিনি।

কাজেম্বি বলেন, এসব সরঞ্জাম মাদক সনাক্তকরণ ও বিশ্লেষণে জিম্বাবুয়ে পুলিশের ক্ষমতা উন্নত করবে, মাদকঅপরাধ দমনে বড় ভূমিকা রাখবে এবং এভাবে জিম্বাবুয়েকে স্বাভাবিক সামাজিক শৃঙ্খলা ফিরিতে আনতে সাহায্য করবে।

(তুহিনা/রহমান/মুক্তা)