ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনা করতে চায় না: রুশ পররাষ্ট্রমন্ত্রী
2024-01-19 16:53:23

জানুয়ারি ১৯: ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনা করতে চায় না। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ গতকাল (বৃহস্পতিবার) মস্কোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

লাভরোভ বলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে ক্রিমিয়া ও রাশিয়ায় আক্রমণ করার জন্য দূরপাল্লার অস্ত্র ব্যবহারের উত্সাহ দেয়। এমনকি সরাসরি ইউক্রেনকে সংশ্লিষ্ট অস্ত্র সরবরাহ করে।

রাশিয়া ও ইউক্রেন নিয়ে আলোচনা প্রসঙ্গে লাভরোভ বলেন,  যারা আলোচনা করতে অস্বীকার করে, তাদের বোঝা উচিত যে, সময় যত গড়াবে, সমস্যা তত কঠিন হবে। 

(ছাই/তৌহিদ)