মাইন ক্লিয়ারেন্সের বিষয়ে কম্বোডিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় চীন
2024-01-19 18:51:47

জানুয়ারি ১৯: চীন কম্বোডিয়ার সঙ্গে মাইন ক্লিয়ারেন্সের বিষয়ে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। চীন কম্বোডিয়াকে মাইন ক্লিয়ারেন্স এবং সময়মত ‘২০২৫ সালে মাইন-মুক্তির লক্ষ্য’ বাস্তবায়নে সহায়তা করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

উল্লেখ্য, গতকাল (বৃহস্পতিবার) নমপেনে কম্বোডিয়ায় চীনের সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। দু’দেশ মাইন ক্লিয়ারেন্স সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

মুখপাত্র বলেন, বিশ্বের সবচেয়ে মারাত্মক খনি দুর্ঘটনার দেশগুলোর মধ্যে একটি কম্বোডিয়া। হুন মানেতের নেতৃত্বে ‘২০২৫ সালে মাইন-মুক্তির লক্ষ্য’ বাস্তবায়নের চেষ্টা করছে দেশটি। কম্বোডিয়ার ভালো প্রতিবেশী, ভাল অংশীদার ও ভাল ভাই রাষ্ট্র হিসেবে চীন সেদেশকে মাইন ক্লিয়ারেন্সে সহায়তা করছে।

(ছাই/তৌহিদ)