চীনা ও আইরিশ প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
2024-01-18 16:13:16

জানুয়ারি ১৮: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল (বুধবার) সকালে ডাবলিনে রাষ্ট্রীয় অতিথি ভবনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও এরিক ভারাদকারের সঙ্গে এক বৈঠক করেন।

লি ছিয়াং বলেন, চীন আয়ারল্যান্ডের সঙ্গে পারস্পরিক সম্মান ও আস্থায় অবিচল থাকতে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সমর্থন দিতে চায়। তিনি বলেন, দুপক্ষের উচিত বাণিজ্য সম্প্রসারণ করা, সবুজ উন্নয়ন ও অর্থসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা এবং ডিজিটাইল অর্থনীতির মতো সৃজনশীল খাতে সহযোগিতা বাড়ানো।

চীনা প্রধানমন্ত্রী বলেন, দুদেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর লক্ষ্যে চীন আয়ারল্যান্ডকে একপক্ষীয় ভিসা-মুক্ত প্রবেশাধিকার দেবে। আয়ারল্যান্ড চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ন্যায়সঙ্গত ও বৈষম্যমুক্ত ব্যবসা পরিবেশ যোগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লি ছিয়াং জানান, চীন দেশটির সঙ্গে জাতিসংঘসহ বহুপক্ষীয় কাঠামোতে সমন্বয় ও সহযোগিতা জোরদার করে, মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা বেগবান করতে ইচ্ছুক।

চীন আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক অংশীদার – একথা জানিয়ে ভারাদকার বলেন, তার দেশ সবসময় একচীন নীতি মেনে চলে এবং চীনে যথাশিগগির শান্তি ও ঐক্য অর্জিত হবে বলে আশা করে।

তিনি জানান, আয়ারল্যান্ড দেশটিতে চীনা নাগরিকদের ভ্রমণের জন্য আরও বেশি সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনা করতে চায়। আয়ারল্যান্ডে বিনিয়োগের জন্য তিনি আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানান। (প্রেমা/রহমান/শ্যুয়ে)