‘মা ও কন্যা’
2024-01-18 16:57:14

 


প্রতি বছরের শেষে বা নতুন বছরের শুরুতে চীনের বিভিন্ন সংগীত প্ল্যাটফর্ম ও অ্যাপ সেই বছরের বার্ষিক জনপ্রিয় সংগীতের তালিকা প্রকাশ করে। সেই বছরের শ্রেষ্ঠ গায়ক গায়িকা, জনপ্রিয় গানগুলো এবং নতুন সংগীত প্রবণতা সব প্রতিফলিত হবে সেই তালিকায়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা চীনের সবচেয়ে প্রভাবশালী কিউ কিউ সংগীতের প্রকাশিত ২০২৩ সালের বার্ষিক সংগীত তালিকা থেকে কিছু জনপ্রিয় গান আপনাদেরকে শোনাবো।

 

প্রথম যে গানটি আমরা শুনবো তার নাম ‘মা ও কন্যা’, গেয়েছেন হুয়াং ছি শান ও সিলিনাই কাও। গানটি ২০২৩ সালে চীনের বসন্ত উত্সব গালায় পরিবেশন করা হয় এবং বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এর নাম থেকে বোঝা যায় যে এটি ‘মা ও কন্যা’ সম্পর্কিত একটি গান। গানের কথাগুলো হল, মা ও কন্যার পরস্পরকে লেখা চিঠি। এতে সহজ ও আন্তরিক ভাষায় মনের অব্যক্ত কথা ও গভীর ভালোবাসা প্রকাশিত হয়। দুই গায়িকার কণ্ঠে গানটি বেশ মর্মস্পর্শী হয়েছে। বন্ধুরা, এখন শুনুন এই সুন্দর গান ‘মা ও কন্যা’।গান ১

 

এবার আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা চাং পি চেন চলচ্চিত্র ‘তারায় হারিয়ে গেছে’র জন্য গাওয়া থিম সোং ‘খাঁচা’। যা প্রেম সম্পর্কিত একটি গান। প্রেম নিয়ে মেয়েদের অনেক সুন্দর ও রোমান্টিক কল্পনা থাকে। তবে গানে বলা হয়, কখনও কখনও প্রেম নারীদের ‘খাঁচা’ হতে পারে, ভালোবাসা যত গভীর হয় তা থেকে পালানো তত কঠিন হয়। চাং পি ছেনের আকর্ষণীয় কণ্ঠে গানটি বেশ মনোমুগ্ধকর। বন্ধুরা, এখন চাং পি ছেনের গান ‘খাঁচা’ শুনুন।গান ২

 

পরের গানে আমরা শুনবো একটি বিরহী প্রেমের গান। গানের নাম ‘ভারি বৃষ্টি পড়ে যাক’, গেয়েছেন চীনের হংকংয়ের জনপ্রিয় গায়িকা রোং চু আর। তিনি হংকংয়ের সবচেয়ে প্রভাবশালী ও চীনা সংগীত মহলের অন্যতম প্রতিনিধিত্বকারী গায়িকা। আত্মপ্রকাশের ২৫ বছরে তিনি অনেক জনপ্রিয় গান গেয়েছেন। এই গানে তিনি পরিবেশন করেন প্রেম হারানোর পর দুঃখ ও বিষণ্ণতার কথা। বন্ধুরা, এখন রোং চু আর জনপ্রিয় গান ‘ভারি বৃষ্টি পড়ে যাক’ শুনুন।গান ৩

 

বন্ধুরা, দুঃখময় প্রেমের গানের পর এবার আমরা শুনবো একটি মিষ্টি প্রেমের গান, গানের নাম ‘black plum jam’, গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক লি রোং হাও। গানে তিনি প্রিয় মানুষের হাসা black plum jam র সঙ্গে তুলনা করে, যা খুব মিষ্টি, স্বাদ কখনও ভোলা যায় না। গানটি চীনের ওরিয়েন্টাল বিলবোর্ডের সবচেয়ে জনপ্রিয় গানের পুরস্কার জয় করে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪

 

এখন আমরা শুনবো চীনের জনপ্রিয় গায়িকা ইয়ু খ্য ওয়েই’র গাওয়া গান ‘বাতাসযুক্ত জায়গা যায়’। ইয়ু খ্য ওয়েই ১৯৮৩ সালে চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে জন্মগ্রহণ করেন। তিনি তার সুন্দর ও পরিষ্কার কণ্ঠের জন্য সবার কাছে পরিচিত। এই গান খুব কোমল একটি গান, গানের কথাও কবিতার মত সুন্দর, শুনে মনও শান্ত হবে। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৫

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ গানে আমরা শুনবো চীনের বিখ্যাত ব্যালাড গায়ক চাও লেই গাওয়া গান ‘আমার মনে রাখা’। গানটি মায়ের জন্য রচিত একটি গান। গানে তিনি বিশেষ দৃষ্টিকোণ থেকে যুবতীয় মা লিখেছেন। বাস্তব জীবনে সে সময়ে মা কখনও দেখা ও কথা বলতে না পারলেও মায়ের প্রতি মনের ভালোবাসা কিছুতেই কমবে না। বন্ধুরা, এখন এই সুন্দর ও মর্মস্পর্শী গানটি শুনুন, আশা করি, আপনারা আজকের অনুষ্ঠানের গানগুলো পছন্দ করবেন।গান ৬

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।