ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ
2024-01-18 16:44:32

জানুয়ারি ১৮: ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আবুদল্লাহিয়ান গতকাল (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির সঙ্গে ফোনে দুদেশের পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন। ইরান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওইদিন প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আবুদল্লাহিয়ান বলেন, ইরান পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা সম্মান করে এবং দুদেশের কর্মকর্তাদের উচিত বিভিন্ন খাতে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখা।

তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসী সংগঠন ‘জাস্টিস আর্মি’ ইরানের জন্য নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, যা ইরান ও পাকিস্তানের অভিন্ন নিরাপত্তাকে বিপন্ন করছে।

আবুদল্লাহিয়ান বলেন, গত ১৬ জানুয়ারি ইরানের সশস্ত্র বাহিনীর অভিযান ‘জাস্টিস আর্মি’কে দমন করার জন্য, পাকিস্তানের নাগরিকদের লক্ষ্য করে নয়। তিনি আশা করেন, দুপক্ষ সঠিক পথে মতামত বিনিময় করতে এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে সক্ষম হবে।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানায়, জিলানি মনে করেন, ১৬ জানুয়ারি পাকিস্তানে ইরানের অভিযান পাকিস্তানের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন এবং পাকিস্তান-ইরান সম্পর্কের চেতনাকে লঙ্ঘন করেছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান এ ঘটনার নিন্দা জানায় এবং এ ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর অধিকার সংরক্ষণ করে।

(তুহিনা/রহমান/মুক্তা)