মহাশূন্য স্টেশনের সঙ্গে যুক্ত হয়েছে থিয়ানচৌ-৭ মালবাহী মহাকাশযান
2024-01-18 16:02:10

জানুয়ারি ১৮: চীনের থিয়ানচৌ-৭ মালপরিবহন মহাকাশযান নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে সাফল্যের সঙ্গে মহাশূন্য স্টেশন থিয়ানহ্যর সঙ্গে সংযুক্ত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) ভোর ১টা ৪৬ মিনিটে থিয়ানহ্যর সঙ্গে যুক্ত হয় থিয়ানচৌ-৭

এরপর শেনচৌ-১৭ নভোচারীরা থিয়ানচৌ-৭ মালপরিবহন মহাকাশযানে প্রবেশ করবেন এবং মাল পরিবহনসহ বিভিন্ন কাজ করবেন। (সুবর্ণা/রহমান/মুক্তা)