দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামুদ্রিক সামরিক মহড়া
2024-01-18 17:40:47

জানুয়ারি ১৮: দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ গতকাল (বুধবার) জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ১৫ থেকে ১৭ জানুয়ারি যৌথ সামুদ্রিক মহড়া চালিয়েছে। মহড়ায় যুক্তরাষ্ট্রের পরমাণুচালিত বিমানবাহী রণতরী ‘ইউএসএস কার্ল ভিনসন’ও অংশ নেয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মোট ৯টি জাহাজ জেজু দ্বীপের দক্ষিণে তিন দিন ধরে যৌথ মহড়া পরিচালনা করে।

তিনি জানান, গত বছরের নভেম্বরে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথ মহড়ার পরিকল্পনা তৈরি করার পর এটি প্রথমবারের মতো তিন পক্ষের যৌথ সামুদ্রিক মহড়া।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানায়, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামুদ্রিক মহড়ার জন্য মোট ৫টি জাহাজ রয়েছে। (অনুপমা/রহমান)