ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ফের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র
2024-01-18 17:41:33

জানুয়ারি ১৮: ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠিকে আবার ‘বৈশ্বিক সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। এ সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো ৩০ দিনের পর কার্যকর হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান গতকাল (বুধবার) এক বিবৃতিতে বলেন, ইয়েমেনে হুথি সশস্ত্র গোষ্ঠির ক্রমাগত হুমকি ও আক্রমণের জবাবে যুক্তরাষ্ট্র তাদেরকে আবার ‘বিশেষভাবে মনোনীত বৈশ্বিক সন্ত্রাসী’ সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে।  

এ নিষেধাজ্ঞার ফলে সংগঠনটির তহবিল সংগ্রহ প্রতিরোধ করা যাবে,  আর্থিক বাজারে তাদের প্রবেশাধিকার সীমিত করা যাবে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী বণিক জাহাজে হামলার জন্য তাদেরকে দায়ী করা যাবে। (অনুপমা/রহমান)