টোগোর প্রেসিডেন্টের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
2024-01-18 16:01:10

জানুয়ারি ১৮: টোগো সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (বুধবার) দেশটির প্রেসিডেন্ট রাষ্ট্রপতি ফরে এসসোজিমনা গ্নাসিংবার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাত্কালে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ফরে বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের আওতায় টোগো ও আফ্রিকান দেশগুলোর অবকাঠামোতে দ্রুত উন্নয়ন অর্জিত হয়েছে।

তিনি বলেন, আফ্রিকার অর্থনীতির দ্রুত প্রবৃদ্ধি, নিরাপত্তার সুনিশ্চয়তা এবং জনগণের কল্যাণ চীনের দীর্ঘকালীন ও আন্তরিক সাহায্যের ওপর নির্ভর করছে। এছাড়া আন্তর্জাতিক ইস্যুতে চীনের মধ্যস্থতা এবং আফ্রিকার অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার চীনা নীতির প্রশংসা করেন তিনি।

চীন কখনো নিজের ইচ্ছা অন্যদের ওপর চাপিয়ে দেয় না – একথা জানিয়ে ফরে বলেন, আফ্রিকান জনগণের চীনের মতো বন্ধু দরকার। তিনি বলেন, আফ্রিকা ও চীনের সহযোগিতায় টোগো উপকৃত হয়েছে, তাই চীনের সঙ্গে ঐতিহ্যবাহী মৈত্রী বাড়ানোর সাথে সাথে বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করতে ইচ্ছুক তার দেশ।

ফরেকে প্রেসিডেন্ট সি’র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ওয়াং ই বলেন, টোগো ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের এবং এটা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার সুদৃষ্টান্ত। তিনি জানান, টোগোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার মাধ্যমে আফ্রিকান দেশটির টেকসই উন্নয়নে সমর্থন দেবে চীন।

চীন আফ্রিকাকে বিশ্বাস করে ও বোঝে – একথা উল্লেখ করে ওয়াং বলেন, আফ্রিকার দেশগুলো ঐক্যবদ্ধ হলে তারা স্বাধীন ও স্বতন্ত্র থাকতে পারবে এবং নিজ দেশের অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পথ খুঁজে পেলে চ্যালেঞ্জ মোকাবিলা করে নতুন উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে পারবে।

নতুন শতাব্দী উন্নয়নশীল দেশগুলোর পুনরুত্থানের সময়কাল – একথা জানিয়ে তিনি বলেন, আফ্রিকার পাশে দাঁড়িয়ে চীনের দেওয়া বিভিন্ন সহযোগিতার সাফল্য টোগো ও অন্যান্য আফ্রিকান দেশকে উপকৃত করবে। (সুবর্ণা/রহমান/মুক্তা)