লেবানন সীমান্তে যুদ্ধের আশঙ্কা বেড়েছে: ইসরায়েলি কর্মকর্তা
2024-01-18 16:19:12

জানুয়ারি ১৮: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফ প্রধান হারজি হালেভি গতকাল (বুধবার) বলেছেন, লেবাননের সঙ্গে সংযুক্ত দেশটির উত্তরাঞ্চলে ‘আগামী কয়েক মাসে’ যুদ্ধ হবার সম্ভাবনা ‘আগের চেয়ে বেড়েছে’।

ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ওইদিন উত্তর ইসরায়েলে মোতায়েন বাহিনী পরিদর্শন করার সময় হালেভি একথা বললেন।

অন্যদিকে হালেভির বরাত দিয়ে ‘দ্য টাইম অব ইসরায়েল’ পত্রিকা জানায়, উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর লক্ষ্য সুস্পষ্ট; সেটি হলো সেখান থেকে সরে যাওয়া অধিবাসীদের জন্মস্থানে ফিরিয়ে আনা। (প্রেমা/রহমান/শ্যুয়ে)