‘সব ভুল ঠিক করি’
2024-01-17 14:27:51

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের ও সৌভাগ্যের। কারণ, এ সময় আমি আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি। এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত। আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন গানের ভুবনে।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ছেং ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়ু ছেং ছিং, ১৯৬১ সালের ২৮ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার, উপস্থাপক ও অভিনেতা।

 

১৯৮৬ সালে ইয়ু ছেং ছিং তাঁর প্রথম অ্যালবাম ‘মর্মাহত কণ্ঠশিল্পী’ প্রকাশ করেন। যা লক্ষাধিক কপি বিক্রি হয়। এই অ্যালবামের গানগুলো ইয়ু ছেং ছিং-এর নিজস্ব রচনা। তিনি তাইওয়ানে নিজের অ্যালবাম নিজে প্রকাশ করা প্রথম কণ্ঠশিল্পী।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর গান ‘সব ভুল ঠিক করি’। গানের কথায় বলা হয়, শেষ কবে বলেছিলে ‘মনে রেখো’। আমাকে প্রত্যাখ্যান করার কোন কারণ নেই কাঁপা কাঁপা হাত জানে না কার কাছে দুঃখ পাঠাবে। ভালোবাসা কি তোমাকে এভাবেই যেতে দেয়? কতবার মন থেকে তোমাকে মুছে দিতে চেয়েছি। সব স্মৃতি তোমার। যদি আবার তোমার হৃদয় দখল করতে পারতাম। আমি সহজে ছেড়ে দেব না এবং তোমাকে যেতে দেব না। আমি চিৎকার করি তোমার কাছে। সব ভুল ঠিক করবো আমি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর কণ্ঠে ‘যে সময় আর ফিরে যায় না’। গানের কথাগুলো এমন: যে ড্যান্ডেলিয়ন ভালোভাবে উড়তে থাকে। আমি শুধু উড়ে যেতাম, যখন ভাগ্য প্রবল বাতাসের মতো বয়ে যায়। ঘাসের চেয়ে বেশি বিনয়ী কে হতে পারে? আমরা একবার হাত ধরাধরি করে ভোর পর্যন্ত এটা নিয়ে কথা বললাম। এখন মুখোমুখি হলেও নীরব। যখন ভাগ্য মূল প্লটের সাথে হস্তক্ষেপ করে। এমনকি আমার তিক্ততা তোমাকে দুঃখ দিতে ভয় পাই। হারিয়ে যাওয়া সময়গুলো আমি আর ফিরে পাবো না।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ু ছেং ছিং-এর কণ্ঠে ‘চলে যেও না’ শিরোনামের গানটি। গানের কথায় বলা হয়, তোমার পিঠের দিকে তাকিয়ে তোমার পদক্ষেপ ইতস্তত করছে। আশা করি তুমি যাবে না, আমাকে ছেড়ে যেও না। প্রতিবার যখন চোখ বন্ধ করি,  অতীতের দৃশ্যগুলো আবার দেখা দেয়। আমি চোখ খুলতেই দেখলাম তুমি চলে গেছ। আমি শুধু আশা করি তুমি যাবে না, আমাকে ছেড়ে যেও না। যেও না, আমাকে ছেড়ে যেও না, যেও না, আমাকে ছেড়ে যেও না।

আচ্ছা, শুনুন গানটি।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাচ্ছি ইয়ু ছেং ছিং-এর আরেকটি গান- ‘তোমাকে মিস করি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ু ছেং ছিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)