জাপানের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩২জন
2024-01-17 18:40:12


জানুয়ারি ১৭: জাপান কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে যে, বুধবার সকাল ৯টা পর্যন্ত, নোটো-পেনিনসুলা ভূমিকম্পে ইতোমধ্যেই ২৩২জন নিহত এবং ২১জন নিখোঁজ রয়েছে।

তা ছাড়া, ভূমিকম্পে আরও ২২ হাজার ৩৭৪টি বাড়িঘর নষ্ট হয়েছে। জাপানি সংবাদমাধ্যম জানায়, ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সংখ্যা আরও ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা রয়েছে।

 

এদিকে মঙ্গলবার জাপান সরকারের মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নোটো-পেনিনসুলা ভূমিকম্প পুনর্গঠনকাজে সহায়তা দিতে ১ ট্রিলিয়ন ইয়েন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)