এক-চীন নীতি হচ্ছে এক অ-বাণিজ্যিক মৌলিক নীতি: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2024-01-17 19:24:36

জানুয়ারি ১৭: তাইওয়ানের সঙ্গে নাউরুর তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, এক-চীন নীতি হচ্ছে এক অ-বাণিজ্যিক মৌলিক নীতি, যা আন্তর্জাতিক সমাজের একটি সাধারণ মতৈক্য।

‘ওয়াকিবহাল সূত্রের’ বরাত দিয়ে তাইওয়ানের মিডিয়ায় বলা হয়, তাইওয়ানের সঙ্গে নাউরুর তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের বিষয়টি এ দেশের সাবেক প্রেসিডেন্টের ‘পর্দার আড়ালে অপারেশন’। এ সম্পর্কে মুখপাত্র মাও বলেন, তথাকথিত ‘ওয়াকিবহাল সূত্রের’ বক্তব্য পুরোপুরি অন্যায্য।

মুখপাত্র বলেন, নাউরু সরকার এক-চীন নীতি স্বীকার করেছে, তাইওয়ানের সাথে কূটনৈতিক যোগাযোগ বন্ধ করা- নাউরু সরকারের মন্ত্রীসভার সম্মিলিত সিদ্ধান্ত, এটি একটি সার্বভৌমত্ব দেশ হিসেবে স্বাধীনভাবে নেওয়া সঠিক পদক্ষেপ। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক গোষ্ঠী, চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা, উন্নয়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার সম্ভাবনা বেশি। এটি নাউরুর জন্য অভূতপূর্ব উন্নয়নের সুযোগ বয়ে আনবে। 

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)