২৬ মার্চ শুরু হবে ২০২৪ সালের বোয়াও ফোরাম
2024-01-17 11:13:54

জানুয়ারি ১৭: ২০২৪ সালের বোয়াও ফোরাম আগামী ২৬ মার্চ চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে শুরু হবে; চলবে ২৯ মার্চ পর্যন্ত। বর্তমানে ফোরামের প্রস্তুতিমূলক কাজ চলছে। ফোরামের মূল প্রতিপাদ্য হবে: ‘এশিয়া ও বিশ্ব: অভিন্ন চ্যালেঞ্জ, অভিন্ন দায়িত্ব’। গতকাল (মঙ্গলবার) বোয়াও এশিয়া ফোরামের মহাসচিব লি পাও তং বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে লি বলেন, বর্তমান বিশ্বে অর্থনীতি পুনরুদ্ধারের গতি শ্লথ, আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল, মানুষ চরম আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের শিকার। এ অবস্থায় বৈশ্বিক প্রশাসনে ধারাবাহিক কঠোর চ্যালেঞ্জ মোকাবিলা জরুরি। চলতি বছরের বোয়াও ফোরামে বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তি, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শিল্পপতি, বিশেষজ্ঞ ও পণ্ডিত এবং গণমাধ্যমের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। তাঁরা বিশ্বকে ঐক্যবদ্ধ করে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অভিন্ন উন্নয়নের জন্য একযোগে কাজ করা নিয়ে আলোচনা করবেন।

চলতি বছরের ফোরামে ‘বিশ্বের অর্থনীতি’, ‘বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন’, ‘সামাজিক উন্নয়ন’ এবং ‘আন্তর্জাতিক সহযোগিতা’ শীর্ষক ৪টি অংশ থাকবে। বোয়াও ফোরাম চলাকালে বৈশ্বিক স্বাস্থ্য ফোরা, আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন ফোরাম, বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা ফোরামসহ ধারাবাহিক অনুষ্ঠানও আয়োজন করা হবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)