জানুয়ারি ১৭: সিঙ্গাপুর বরাবরের মতো ভবিষ্যতেও ‘এক-চীননীতি’ অনুসরণ করে যাবে। গতকাল (মঙ্গলবার) দাভোস ফোরামে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে সাক্ষাতে এ প্রতিশ্রুতি দেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট থারমান শানমুগারাতনাম।
তিনি বলেন, চীনের সাথে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় সিঙ্গাপুর। চীনের সাথে সংলাপ ও আদান-প্রদান বজায় রেখে, অর্থ, ডিজিটাল অর্থনীতিসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করার মাধ্যমে, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চায় সিঙ্গাপুর।
তাইওয়ান ইস্যুতে থারমান বলেন, তার দেশ তথাকথিত ‘স্বাধীন তাইওয়ান’ ধারণার বিরোধিতা করে যাবে। তাইওয়ান ইস্যুতে সিঙ্গাপুরের অবস্থানের কোনো পরিবর্তন ঘটেনি।
সাক্ষাতে লি ছিয়াং বলেন, গত বছর দু’দেশের নেতৃবৃন্দের নেতৃত্বে, চীন ও সিঙ্গাপুরের সম্পর্ককে, গুণগত মানের দূরদর্শী অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করা হয়। চীন সিঙ্গাপুরের সাথে যৌথভাবে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে, উচ্চমানের পারস্পরিক কৌশলগত আস্থা বজায় রাখবে, এবং সার্বিক পারস্পরিক কল্যাণকর সহযোগিতা সম্প্রসারণ করবে। (সুবর্ণা/আলিম/মুক্তা)