জানুয়ারি ১৭: বুধবার সকালে চীনের জাতীয় পরিষদের তথ্য কার্যালয় ২০২৩ সালে চীনের জাতীয় অর্থনীতি সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে। এতে বলা হয়, ২০২৩ সালে চীনে মোট শস্য উত্পাদন হয়েছে ৬৯৫.৪১ মিলিয়ন টন। যা আগের বছরের তুলনায় ৮.৮৮ মিলিয়ন টন বা ১.৩% বেশি।
উত্পাদিত শস্যের মধ্যে, গ্রীষ্মকালীন শস্যের উত্পাদন ছিল ১৪৬.১৫ মিলিয়ন টন, যা ০.৮% কম; আগে চালের উত্পাদন ছিল ২৮.৩৪ মিলিয়ন টন, যা ০.৮% বেশি; শরতকালীন শস্যের উত্পাদন ছিল ৫২০.৯২ মিলিয়ন টন, যা ১.৯% বেশি।
এ সময় চালের উত্পাদন ছিল ২০৬.৬ মিলিয়ন টন, যা ০.৯% কম; গমের উত্পাদন ছিল ১৩৬.৫৯ মিলিয়ন টন, যা ০.৮% কম এবং ভুট্টার উত্পাদন ছিল ২৮৮.৮৪ মিলিয়ন টন, যা ৪.২% বেশি। সয়াবিনের উত্পাদন ছিল ২০.৮৪ মিলিয়ন টন, যা ২.৮% বেশি। তেলসমৃদ্ধ ফসলের উত্পাদন ছিল ৩৮.৬৪ মিলিয়ন টন, যা ৫.৭% বেশি। শুকরের মাংস, গরুর মাংস, ছাগল ও মুরগির বার্ষিক উত্পাদন ছিল ৯৬.৪১ মিলিয়ন টন, যা আগের বছরের তুলনায় ৪.৫% বেশি। যার মধ্যে, শুকরের মাংসের উত্পাদন ছিল ৫৭.৯৪ মিলিয়ন টন, যা ৪.৬% বেশি। গরুর মাংসের উত্পাদন ছিল ৭.৫৩ মিলিয়ন টন, যা ৪.৮% বেশি। ছাগলের মাংসের উত্পাদন ছিল ৫.৩১ মিলিয়ন টন, যা ১.৩% বেশি। হাঁস ও মুরগীর উত্পাদন ২৫.৬৩ মিলিয়ন টন, যা ৪.৯% বেশি। গরুর দুধের পরিমাণ ৪১.৯৭ মিলিয়ন টন, যা ৬.৭% বেশি। হাঁস ও মুরগীর ডিমের উত্পাদনও ছিল ৩৫.৬৩ মিলিয়ন টন, যা ৩.১% বেশি।
(ইয়াং/তৌহিদ/ছাই)