‘চীনের বাজার বেছে নেওয়া ঝুঁকি নয়, সুযোগ!’
2024-01-17 19:30:20

জানুয়ারি ১৭: বুধবার বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন যে, চীনা বাজার বেছে নেওয়া ঝুঁকি নয়, বরং সুযোগ। উন্মুক্তকরণের মাধ্যমে চীনের দ্বার আরও প্রশস্ত ও বিস্তৃত হবে।

মাও নিং বলেন, প্রধানমন্ত্রী লি ছিয়াং দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০২৪ সালের বার্ষিক সভায় যোগ দিয়েছেন এবং বর্তমান বিশ্ব অর্থনীতি যে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, তা উল্লেখ করে একটি বিশেষ ভাষণ দিয়েছেন। বিভিন্ন স্থানের লড়াই কেবল বিশ্ব অর্থনীতিকে আরও ভঙ্গুর করে তুলবে। চীন বিশ্বাস করে যে, শুধুমাত্র শ্রমের আন্তর্জাতিক শিল্প বিভাগের বস্তুনিষ্ঠ আইনকে সম্পূর্ণভাবে সম্মান করে, বাণিজ্য ও বিনিয়োগের উদারীকরণ এবং সহজীকরণ প্রচার করে, সহযোগিতার বন্ধন দৃঢ় করে এবং পারস্পরিক সুবিধা আরো বাড়িয়ে সব পক্ষের সাধারণ স্বার্থ রক্ষা করা যায়।

 

মাও নিং জোর দিয়ে বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে, সাম্প্রতিক বছরগুলিতে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে চীনের অবদান প্রায় ৩০%।  চীন বিশ্ব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। চীন দৃঢ়ভাবে উন্মুক্ত হবে, চীনের সুযোগগুলি ভাগ করে নেবে এবং অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতার বিকাশ করবে।

(ইয়াং/তৌহিদ/ছাই)