টোগো চীনের সত্যিকারের বন্ধু: ওয়াং ই
2024-01-17 14:17:00

জানুয়ারি ১৭: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সত্যিকারের বন্ধু গুরুত্বপূর্ণ সময়ে পরস্পরকে সমর্থন করে থাকে। টোগো চীনের সত্যিকারের বন্ধু। বিভিন্ন ইস্যুতে চীনের অবস্থান সমর্থন করে যাওয়ায় টোগোকে ধন্যবাদ জানায় বেইজিং। গতকাল (মঙ্গলবার) টোগো সফরে সেদেশের বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন। এদিন টোগোর পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ডাসি বিমানবন্দরে ওয়াং ই-কে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে টোগোর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে বলেন, তার দেশ ‘এক-চীননীতি’ দৃঢ়ভাবে সমর্থন করে, তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে সমর্থন করে। টোগো সরকার বিশেষ বিবৃতিতে বলেছে, বিশ্বে শুধু একটি চীন রয়েছে, গণপ্রজাতন্ত্রী চীনের সরকার চীনের একমাত্র বৈধ সরকার, তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ, এবং তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার।

জবাবে ওয়াং ই টোগোর সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, চীনও অব্যাহতভাবে টোগোর সার্বভৌমত্ব, নিরাপত্তা, ও উন্নয়নের অধিকার রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে যাবে এবং যৌথভাবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারের হস্তক্ষেপ না-করার আন্তর্জাতিক মৌলিক নীতি রক্ষায় কাজ করে যাবে।

  (তুহিনা/আলিম/মুক্তা)