লিউ কুও চুংয়ের আলজেরিয়া সফর
2024-01-17 18:43:22

 জানুয়ারি ১৭: চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী লিউ কুও চুংয়ের নেতৃত্বে গত ১৫ জানুয়ারি একটি চীনা প্রতিনিধিদল তিন দিনব্যাপী আলজেরিয়া সফর করেছে। সফরে পৃথক পৃথকভাবে আলজেরিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেছেন লিউ কুও চুং। দু’পক্ষ চীন ও আলজেরিয়ার সম্পর্ক এবং বিভিন্ন খাতের সহযোগিতা নিয়ে গভীর মতবিনিময় করেছে।

 আলজেরিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আন্তরিক শুভেচ্ছা জানান উপ-প্রধানমন্ত্রী লিউ। তিনি বলেন, চীন ও আলজেরিয়া যৌথ উন্নয়ন এবং জাতিগত পুনরুদ্ধারের পথে আন্তরিক ও প্রকৃত বন্ধু। গত জুলাই মাসে আলজেরিয়ার প্রেসিডেন্ট চীন সফর করেছেন। দু’দেশের শীর্ষনেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য হয়েছে। এ বছর দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক গঠনের দশম বার্ষিকী উপলক্ষ্যে আলজেরিয়ার সঙ্গে মৌলিক পারস্পরিক স্বার্থে সমর্থন দিতে চীন আগ্রহী বলে জানান উপ-প্রধানমন্ত্রী লিউ।

(ওয়াং হাইমান/তৌহিদ/ছাই)